

ডেইলি জকিগঞ্জ ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক গর্ভবতী মা পর্যায়ক্রমে তিনটি সুস্থ নবজাতকের জন্ম দিয়েছেন। নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া এ নবজাতকদের প্রসব করান এসএসএন প্রমিলা সরেন ও এসএসএন রেহানা পারভীন। পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ সারথি ভট্টাচার্য।
বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ আছেন। এ আনন্দঘন মুহূর্তে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবার ও চিকিৎসকরা।
উল্লেখ্য, প্রতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিকেরও বেশি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে।