

ডেইলি জকিগঞ্জ ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২৫
জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও ২০২৫ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন জামেয়ার ১০ম শ্রেণির মেধাবী ছাত্র হাফিজ ওবায়দুল্লাহ আল ফাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামেয়ার শিক্ষক তাওহিদুল ইসলাম শ্রাবণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জনাব কাজী মাওলানা জালাল উদ্দীন, জনাব আব্দুল মুনিম, জনাব মনজুর আহমদ, জনাব ফদ্বলুর রহমান বাদল, জনাব মাহবুবর রহমান কয়েছ, জনাব মুহিবুর রহমান জামিল, এ কে আজাদসহ আরও অনেকে। এসময় অভিভাবক বৃন্দের মধ্যে সাবেক ছাত্র পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও নুরুল হাসান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া সূচনালগ্ন থেকেই মাদ্রাসা কারিকুলামে ইবতেদায়ী সমাপনীসহ দাখিল পাবলিক পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
বিশেষ অতিথি মাওলানা জালাল উদ্দীন বলেন, “প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো আদর্শ ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।”
সভাপতির বক্তব্যে জনাব মো. শাহরিয়ার হোসেন বলেন, “অভিভাবক সচেতন না হলে এবং সময়মতো সন্তানদের সঠিক পরিচর্যা না করলে তারা দেশের দক্ষ জনশক্তি হওয়ার পরিবর্তে রাষ্ট্রের বোঝা হয়ে উঠবে। তাই অভিভাবককেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন মাহমুদ হাসান ও সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মামুন। সর্বাধিক অভিভাবক উপস্থিত হওয়ায় শিশু শ্রেণির শ্রেণি শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শিশুদের মধ্যে ছড়া আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আরিফিন মো. আদি।
সমাপনী অধিবেশনে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।