জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নিজাম উদ্দিন খান

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

ডেইলি জকিগঞ্জ ডেস্ক | ২৪ আগস্ট ২০২৫

গতকাল শনিবার (২৩ আগস্ট) জকিগঞ্জকানাইঘাট (সিলেট) আসন এর লিডারশীপ ট্রেনিংপ্রোগ্রামে জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জকিগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনের জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাওলানা নিজাম উদ্দিন খান এর নাম ঘোষণা করেন, এসময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেন।

মাওলানা নিজাম উদ্দিন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য। তিনি একজন সুপরিচিত আয়কর আইনজীবি হিসেবে বর্তমানে কাজ করছেন এবং সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বপালন করছেন। তিনি জকিগঞ্জ জামেয়া ইসলামীয়ার প্রতিষ্টাতা কালীন অধ্যক্ষ ছিলেন। ছাত্রজীবনে তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবেও দ্বায়িত্বপালন করেন।

উল্লেখ্য, মাওলানা নিজাম উদ্দিন খান ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করার জন্য জামায়াতের প্রতিনিধি হিসাবে নমিনেশন নিয়েছিলেন কিন্তু বিএনপি ও জামায়াত জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ কে সমর্থন দিয়ে নমিনেশন প্রত্যাহার করেন। এর ফলে ইকবাল আহমদ চেয়ারম্যান হিসাবে জয়লাভ করেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে ততৎকালীন উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রোকবানী চৌধুরী জাবেদ জয়যুক্ত হোন।