১ অক্টোবর থেকে জকিগঞ্জ রোডে চালু হচ্ছে এয়ার কন্ডিশন বাস সার্ভিস

যৌথ আলোচনায় ভাড়া নির্ধারণ করলো যাত্রী অধিকার পরিষদ।

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

ডেইলি জকিগঞ্জ ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর ২০২৫

সিলেটজকিগঞ্জ রুটে এসি বাসের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১ অক্টোবর থেকে। এ খবর গত ২/৩ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যায়গায় প্রচার হলে ভাড়ার বিষয়টি আলোচনায় আসে এবং ভাড়া ৩০০ টাকা নির্ধারণের উদ্যোগ গ্রহণের কথা শুনা যায় বাস মালিক সমিতির পক্ষ থেকে।

এসি বাসের যাত্রীদের জন্য ন্যায্য ভাড়া নিশ্চিত করতে যাত্রী অধিকার পরিষদের সভাপতি এস এম পারভেজ  বাস মালিক সমিতির সাথে সাক্ষাৎ করেন। গতকাল মংগলবার  বিষয়ে বাস মালিক সমিতির সঙ্গে যৌথআলোচনা শেষে সিলেট থেকে জকিগঞ্জ পর্যন্ত এসি বাসের ভাড়া ২৪০ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, সিলেট – জকিগঞ্জ (ভায়া কালিগঞ্জ) রোডে বর্তমানে সাধারণ বাস ভাড়া ১৯৫ টাকা এবং বিআরটিসি বাসের ভাড়া ২০০ টাকা। ভায়া আটগ্রাম হয়ে ভাড়া বর্তমানে ১৬০ টাকা এবং শেওলা রোডে ১৩০ টাকা।

এস এম পারভেজ বলেন, “ সাধারণ যাত্রীদের নিয়ে বিভিন্ন দাবি নিয়ে আমরা বিগত কয়েক বছর যাবত কাজ করছি। বিআরটিসি বাস চালু সহ বিভিন্ন উদ্যোগের সময় আমরা কথা বলেছি। এসি বাসের ভাড়া যাতে অতিরিক্ত না হয় এবং যাত্রী সাধারণের সাধ্যের মধ্যে থাকে সে জন্য আমরা মালিক সমিতির সাথে কথা বলে নায্য ভাড়া নির্ধারণের চেষ্টা করেছি।”

সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গণি চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতিআজিজুর রহমান রঞ্জু, বিচার কমিটির সভাপতি নজরুল ইসলাম, যাত্রী অধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক শাহানুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

এসি বাসের ভাড়া ২৪০ টাকা নির্ধারণ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সন্তোষ্টি প্রকাশ করে বিভিন্ন পোস্ট করেন, এই ভাড়া কে ন্যায্য হিসেবে দাবী করেন। অনেকে আটগ্রাম রোডেও এসি সার্ভিস চালুর দাবি জানান।