

তানিম আহমদ | ডেইলি জকিগঞ্জ ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৫
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব প্রবাসী সংগঠন ও বাজার ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত মশাল মিছিল ও পথসভা থেকে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে, আগামী সোমবার (২০ অক্টোবর) থানার সামনে অবস্থান কর্মসূচি ও ঘেরাও কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
নিহত নোমান উদ্দিন (৫২) দীর্ঘ ৩০ বছর সৌদি প্রবাস শেষে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেছিলেন। গত ২৯ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন এবং ১ অক্টোবর শায়লা হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, নোমান উদ্দিন কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ পুলিশ শুরু থেকেই গড়িমসি করেছে, থানায় মামলা নিতে টালবাহানা করছে । পরে নিহতের মেয়েকে ব্যবহার করে নিজের মতো করে মামলা রেকর্ড করে—যা তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করছে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জকিগঞ্জে পূর্বেও নানা অপরাধের ঘটনায় পুলিশের নির্লিপ্ততা দেখা গেছে। এবার যদি ন্যায়বিচার না হয়, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
এদিকে মামলার প্রধান আসামি নোমানের শ্যালক হানিফ আহমদ সুমনের চার দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ রোববার। রিমান্ডে থাকাকালীন সময়ে অধিকাংশ প্রশ্ন এড়িয়ে গেছে সে—এমন তথ্য দিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র। তদন্ত কর্মকর্তাও জানিয়েছেন, সুমন ও তার বোন মনোয়ারা বেগমের বক্তব্যে গড়মিল পাওয়া গেছে। পাশাপাশি মামলার অন্যান্য সন্দেহভাজনদের কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন, যা তদন্তকে আরও জটিল করে তুলছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, নোমান হত্যা মামলায় পুলিশের আন্তরিকতার ঘাটতি নেই। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আইনের চোখে অপরাধী যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
তবে ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন, এই ধরনের প্রতিশ্রুতি আমরা আগেও শুনেছি। এখন চাই কার্যকর পদক্ষেপ ও খুনিদের দ্রুত গ্রেপ্তার।
উক্ত প্রতিবাদ সমাবেশে, যুবনেতা রায়হান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন— খেলাফত মজলিসের আব্দুল হামিদ জালাল, ইসলামী আন্দোলনের হেকিম শিহাব উদ্দিন, জামায়াত নেতা জুবায়ের আহমদ, যুবদলের বুরহান উদ্দিন ও শাব্বির আহমদ, ছাত্রদলের শাহরিয়ার আহমেদ সুজন, ছাত্রশিবিরের নাজির আহমদ আফজল, ছাত্র অধিকার পরিষদের শাকিল চৌধুরী, প্রবাসী ঐক্য পরিষদের মিজানুর রহমান রাজ, মানবসেবা ফাউন্ডেশনের জামাল আহমদ নিহতের সহোদর রিয়াজ উদ্দিন, বাজারের ব্যবসায়ী, মামুনুর রশিদ চৌধুরী সেলিম আহমেদ ফয়সাল প্রমুখ।