জকিগঞ্জে পুলিশের অভিযানে চার হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ

সিলেট জেলার জকিগঞ্জে পুলিশের অভিযানে চার হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল সদর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক হতে বাবুর বাজারগামী সিএনবি রাস্তায় নিয়মিত টহল ডিউটির সময় এ অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে। পরে দেহ তল্লাশি করে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রায়হান উদ্দিন রেহান (৪৫)। তিনি লালাগ্রাম সহিদাবাদ, ৫ নং সদর ইউনিয়নের মৃত মখদ্দছ আলীর ছেলে এবং রিনা বেগমের পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানায় মামলা নং-০৩, তারিখ- ০৬/০৯/২০২৫ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।