জকিগঞ্জে একই দিনে দুবার ছাত্রশিবিরের উপর যুবদলের হামলা

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

নিউজ ডেস্ক | ডেইলি জকিগঞ্জ | ১৮ আগস্ট ২০২৫

জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজারে ছাত্র শিবিরের এক সাধারণ সভায় হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে ইউনিয়ন অফিস বাজারের কামরুল আহমদের দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় যুবদল নেতা বোরহান উদ্দিন ওরফে কাঞ্চি বোরহান সভাস্থলে গিয়ে সভা ভণ্ডুলের চেষ্টা চালান এবং নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি-ধমকি দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। এতে বোরহান পিছু হটতে বাধ্য হলেও দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় যুবদলের কর্মীরা দাবি করেন ছাত্রশিবির সেখানে গোপন মিটিং করছিলো।

ঘটনার পর বিকেলের দিকে শিবিরের স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ ও মিছিল করলে সেখানে আবারো ছাত্রশিবিরের উপর হামলা করেন বোরহান ও তার কর্মীরা। এসময় যুবদলের কর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে আহত করে। এসময় কসকনকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. নমিক আহমদ এর ফার্মেসীতে হামলা করে ভাংচুর চালায় যুবদলের কর্মীরা।

এই ঘটনায় জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি নাজির আহমদ আফজাল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ। ছাত্রশিবিরের একটি কর্মী বৈঠকে এমন সন্ত্রাসী হামলা জুলাই বিপ্লবের শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিএনপি সারাদেশে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগও পার পায়নি, দেশের জনগণ তাদের বিতাড়িত করেছে, এসব অতীত ইতিহাস থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিৎ।

এদিকে ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক সচেতন মহল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্টের এ ধরনের ঘটনার কঠোর সমালোচনা করেছেন।