

তানিম আহমদ | ডেইলি জকিগঞ্জ | ০৪ অক্টোবর ২০২৫
জকিগঞ্জে মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে নতুন মোড় যোগ হয়েছে। এ ঘটনায় নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে হানিফ আহমদ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করা হয়েছে। এর আগে গতকাল এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্যালক, দুই মেয়ে ও নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
নিখুঁজের তিনদিন পর গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কালিগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের কয়েকজন সদস্য হত্যায় জড়িত থাকতে পারেন। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। সিসি ক্যামেরা সরিয়ে ফেলা এবং লাশ উদ্ধারের সময় পরিবারের সদস্যদের থানায় না থাকা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেছিলেন।