শিশুদের মসজিদমূখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নীলাম্বরপুরে

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

ডেইলি জকিগঞ্জ ডেস্ক

শিশুদের পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি আকৃষ্ট করতে এক প্রশংসনীয় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জকিগঞ্জ উপজেলার নীলাম্বরপুর মাঝপাড়া জামে মসজিদ কর্তৃপক্ষ। একটানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় মহল্লার ২২ জন শিশুকে সংবর্ধনা ও আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

রবিবার, জোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে মসজিদের সেক্রেটারি মেহেদী হেলালের সঞ্চালনায় এক আলোচনা সভার মাধ্যমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন— জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা সুলাইমান আহমদ, সমাজসেবী ইলাছ আলী, আব্দুস নুর, আব্দুর রহমান, হাফিজ ইমরান আহমদ, নেহাদ আহমদ, এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা মখদ্দছ আলী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিশুদেরকে মসজিদমুখী করার জন্য নীলাম্বরপুর মাঝপাড়া জামে মসজিদ যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এমন উদ্যোগ প্রতিটি এলাকার মসজিদে নেওয়া হলে শিশুরা ছোটবেলা থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি আকৃষ্ট হবে এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বেড়ে উঠবে।

আলোচনা শেষে, ৪০ দিন জামায়াতে নামাজ সম্পন্ন করা ২২ জন শিশুর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। মসজিদ কমিটি আশা প্রকাশ করে যে এই পুরস্কার শিশুদের নামাজ আদায়ে আরও বেশি অনুপ্রাণিত করবে।