সুষ্ঠু বিচারের দাবিতে ঐক্যবদ্ধ শিক্ষক সমাজ

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জকিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

তানিম আহমদ | ডেইলি জকিগঞ্জ ডেস্ক| ১৪ অক্টোবর ২০২৫

ঢাকায় শিক্ষক নির্যাতনের জঘন্য ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হওয়া তীব্র প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলাতেও। শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জকিগঞ্জ উপজেলার সরকারি, বেসরকারি ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ব্যাপক কর্মবিরতি।

সোমবার (গতকাল) সকাল থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি আজ মঙ্গলবারও (আজ) অব্যাহত রয়েছে। শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ, চলছে প্রতিবাদ

উপজেলার সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষকরা ক্লাসরুমে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। প্রতিবাদী শিক্ষকরা বলেন, ঢাকায় সংঘটিত শিক্ষক নির্যাতনের ঘটনাটি “অমানবিক ও ন্যক্কারজনক।” তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে বহু প্রতিষ্ঠান

এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার বহু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো: বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা, মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেতন, গোলাম মোস্তফা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, এবং লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজ।

“শিক্ষককে অপমান মানে গোটা শিক্ষা সমাজকে অপমান”

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। আমরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”

শিক্ষক নেতারা আরও জানান, “সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”

জকিগঞ্জের শিক্ষা অঙ্গনে এই কর্মবিরতি কর্মসূচি অবিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহল মনে করছেন, শিক্ষকদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।