
ডেইলি জকিগঞ্জ ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ থানা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জকিগঞ্জ বাজারের একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জনাব মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুর রহমান এবং এসি ল্যান্ড জনাব প্রণব বিশ্বাস।

বৃষ্টি উপেক্ষা করে থানা এলাকার ৮৫টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির সদস্য, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সহ বিপুল সংখ্যক মানুষ সভায় অংশগ্রহণ করেন। এছাড়া ফায়ার সার্ভিস, বিজিবি, পল্লী বিদ্যুৎ ও আনসার বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জহিরুল ইসলাম মুন্না।
বক্তারা তাদের বক্তব্যে শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে সতর্ক অবস্থানে থেকে সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান। তারা আরও বলেন, কোনো পূজামণ্ডপে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করতে হবে।

