কানাইঘাট–জকিগঞ্জের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয় ; চাকসু মামুন

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

নিউজ ডেস্ক: ১৪ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে জকিগঞ্জ–কানাইঘাট জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু মামুন)। তিনি স্পষ্ট করে বলেন, “খেজুর প্রতীকের প্রার্থী আমার খালাতো ভাই হলেও তার সাথে কোনো রাজনৈতিক সমঝোতা নেই। তিনি ব্যক্তিগতভাবে প্রার্থী হয়েছেন, বিএনপির সাথে তার কোনো সম্পর্ক নেই।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এখলাছুর রহমান এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা ফয়সাল আহমেদ।

চাকসু মামুন তার বক্তব্যে আরও জানান, গত ২৮ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সিলেট-৫ আসনে দলের হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “কানাইঘাট–জকিগঞ্জের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন, আমি তাদের প্রতিনিধিত্ব করেই রাজনীতি করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, বিএনপি নেতা ফারুক আহমেদ, আলতাফুর রহমান আলফু, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের নেতা শিব্বির আহমদ, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান, মিজানুর রহমান রুবেল, জুবের আহমেদসহ প্রবাসী নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও নেতাকর্মীরা দলের রাজনীতিতে সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, যা বিএনপির বিজয় আন্দোলনে শক্তি যোগাবে।