
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য দলটির ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম নির্বাচনের এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ডা. শফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে পুনরায় দলটির আমীর নির্বাচিত হন। তিনি বর্তমানে (২০২৩-২০২৫ কার্যকালের) আমীরের দায়িত্ব পালন করছেন। এটি হবে তাঁর পরবর্তী কার্যকাল।
দলটির অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে সদস্যদের (রুকনদের) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। এরপর ১ নভেম্বর রাতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০২৩-২০২৫ কার্যকালের জন্য পুনরায় নির্বাচিত হন।
এই নির্বাচন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।

