জকিগঞ্জে জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন খান এর মেডিক্যাল ক্যাম্প

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

তানিম আহমদ | ডেইলি জকিগঞ্জ ডেস্ক

সিলেট-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খানের উদ্যোগে গতকাল সোমবার (২৭ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে একটি জনকল্যাণমূলক ফ্রি মেডিকেল ক্যাম্প।

জকিগঞ্জের পল্লীশ্রী বাজার সংলগ্ন ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

এ সময় এলাকাবাসীর ব্যাপক সাড়া পড়ে— পাঁচ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি, রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এ ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন— বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুয়াজ্জেম ইসলাম, ডা. গোলাম কিবরিয়া এবং আরো বেশ কয়েকজন অভিজ্ঞ ডাক্তারগণ।

হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান বলেন, অসহায় মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়— সেটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চিকিৎসা গ্রহণকারীরা বলেন, এটি ছিল একটি মহৎ উদ্যোগ। তারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন এবং এমন কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন লস্কর।

এ সময় উপস্থিত ছিলেন— সিলেট-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবাণী চৌধুরী জাবেদ, জেলা শিবিরের সাবেক সভাপতি মারুফ আহমেদ রাজু, খলাছড়া ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ এবং সুলতানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াত সভাপতি আবু জাফর মোহাম্মদ আফজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন ও জনসেবায় তাঁর এ ধারাবাহিক উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পও তাঁর জনসেবামূলক অঙ্গীকারেরই একটি অংশ।