সিলেট-৫ আসনে সম্ভাব্য প্রার্থী ১৮ জন, নির্বাচনি মাঠে সরগরম কানাইঘাট–জকিগঞ্জ !

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। ইতোমধ্যেই এ আসনে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৮ জন। প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠে নেমে জনসংযোগ, মতবিনিময় সভা ও গণসংলাপের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ব্যস্ত সময় পার করছেন।

এর মধ্যে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে একাধিক পরিচিত নাম—সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারসহ আরও কয়েকজন। দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

অন্যদিকে ইসলামী রাজনৈতিক দলগুলোও এ আসনে সক্রিয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আনওয়ার হোসেন খান, খেলাফত মজলিসের মুফতী আবুল হাসানসহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের নামও আলোচনায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-৫ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও ইসলামী রাজনৈতিক শক্তির মধ্যে। তবে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট বিভাজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় ভোটাররা বলছেন, এবার তারা এমন একজন প্রার্থী চান যিনি এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেবেন।

সব মিলিয়ে কানাইঘাট–জকিগঞ্জের রাজনীতি এখন নির্বাচনি আমেজে ভরপুর, আর প্রার্থীদের পদচারণায় গ্রাম থেকে শহর—সবখানেই জমে উঠছে রাজনৈতিক আলোচনা।