

ডেইলি জকিগঞ্জ ডেস্ক | ২৭ আগস্ট ২০২৫ঃ
ইউনাইটেড পিপলস্ বাংলাদেশ (আপ বাংলাদেশ) সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমশক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এই কমিটি আগামী ছয়মাসের জন্য কার্যকর থাকবে।
ঘোষিত কমিটিতে সাদমান আলমকে আহ্বায়ক এবং আব্দুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।এছাড়া সাইফুর রহমান মাসুম সদস্য সচিব, আবিদ আহমেদ ও ডা. রুবেল আহমেদ যুগ্ম সদস্য সচিবহিসেবে দায়িত্ব পেয়েছেন।
৫০ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন পেশাজীবী, তরুণ ও স্থানীয় নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।সদস্যদের মধ্যে রয়েছেন নাইমুজ্জামান সানি, সাদিকুর রহমান, আলী মিয়া, অপূর্ব দাস অন্তু, নূরমোহাম্মদ, জুবায়ের আহমদ, মোহাম্মদ হারুনুর রশিদ, আবুল হাসান, তারেক আহমদ নাহিদ, সাইফুররহমান নাহিদ, আকফজল হোসেন, মুনিম উদ্দিন, আলতাফ আল মাহমুদ, আবদুল খালেক, রাজিবমোহাম্মদ রহমান, ফরহাদ রবিন, মিজান উদ্দিন, মোহাম্মদ আসাদুর রহমান আল ফারুক, মুজাহিদইসলাম চৌধুরী, বদরুল নাহিদসহ আরও অনেকে।
নতুন কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিবআরিফিন মোহাম্মদ ফিরোজুর রহমান।
নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী দিনে সিলেট জেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন সদস্যঅন্তর্ভুক্ত করা এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম প্রসারে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।