
ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ
সিলেটের জকিগঞ্জে পূর্বের একটি মাদক মামলায় খাজা এনামুল হাসান চিশতী (৪৩) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে যুবদলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ নভেম্বর ২০২৫) গভীর রাতে জকিগঞ্জ সার্কেল অফিসারের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে এনাম চিশতীকে তার বাসার পাশের একটি অফিস থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খাজা এনামুল হাসান চিশতী মৃত নূর আহমদ চিশতী ও নূরুননাহার চিশতীর পুত্র। সে জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকার বাসিন্দা।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, এনাম চিশতীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ নভেম্বর তারিখে জকিগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলা (মামলা নং—সাঁথী [প্রসিকিউশন], এজাহার নং ৮/২২২) ছিল। ওই পুরোনো মাদক মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৩ নভেম্বর ২০২৫) আদালতে চালান করা হয়েছে।
ঐ কর্মকর্তা আরও বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। পূর্বের মামলার ভিত্তিতেই এনাম চিশতীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া যুবদল নেতা এনাম চিশতী দীর্ঘদিন ধরে এলাকায় যুবদলের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে স্থানীয় পর্যায়ে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার নানা অভিযোগ ছিল।
