

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দশ সিটা যাত্রীবাহী গাড়ি উল্টে যায়। এতে গাড়ির চালকসহ দুইজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় চালকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই উপস্থিত স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের অনেকে ফিটনেস বিহীন দশসিটা গাড়ির চলাচলের অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেন এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোকে এসব দুর্ঘটনার জন্য দ্বায়ি করেন।
ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।