জকিগঞ্জ সীমান্তে কৃষিকাজে বিএসএফ এর বাধা; এলাকাবাসীর প্রতিরোধ

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

তানিম আহমদ | ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম সংলগ্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে কৃষকদের স্বাভাবিক কাজে বাধা দেওয়ায় এক চরম উত্তেজনা সৃষ্টি হয়। তবে স্থানীয় সচেতন জনগণের তাৎক্ষণিক ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

জানা যায়, ঘটনাটি ঘটে আজ ২ নভেম্বর রবিবার জকিগঞ্জের রসুলপুর গ্রামসংলগ্ন সীমান্ত এলাকায়। বাংলাদেশের কৃষকরা যখন তাদের সবজিখেতে কাজ করছিলেন, তখন বিএসএফ সদস্যরা সীমানা অতিক্রম করে বাংলাদেশের কৃষিজমিতে প্রবেশ করে কৃষকদের কাজে বাধা দে।

এ সময় বিএসএফ সদস্যরা শুধু কাজে বাধাই দেয়নি, তারা স্থানীয়দের সবজি চাষের জায়গায় থাকা বাঁশ-কোঠা ও স্থাপনা ভেঙে ফেলে। তাদের এই অন্যায় ও ধ্বংসাত্মক কার্যকলাপের ফলে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিএসএফের এমন অন্যায় আচরণের খবর দ্রুত ছড়িয়ে পড়তেই রসুলপুর গ্রামের স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ঐক্যবদ্ধ হন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বিএসএফ সদস্যদের সামনে সাহসী অবস্থান গ্রহণ করেন। জনরোষ ও জনগণের দৃঢ় মনোবলের সামনে বিএসএফ সদস্যরা নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয় এবং পিছু হটে নিজ সীমান্তের দিকে চলে যেতে বাধ্য হয়।

স্থানীয় জনতা ঘটনার পর পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা জোর দিয়ে বলেন, এটা আমাদের দেশের ভূমি, আমাদের সীমা নির্ধারিত আছে কেউ আমাদের জায়গা দখল করতে পারবে না।

স্থানীয়রা বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তারা বলেন, ভবিষ্যতে যাতে এমন সীমান্ত লঙ্ঘন এবং জনগণের সম্পত্তির ক্ষতি না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।

স্থানীয়দের মতে, এ ঘটনা আবারও প্রমাণ করেছে— দেশের সীমান্ত ও জনগণের অধিকার রক্ষায় সাধারণ মানুষের ঐক্য ও সাহসিকতার বিকল্প নেই।