নভেম্বরের ৩ তারিখের মধ্যে ট্রেড লাইসেন্সধারীরা ভোটার

অব্যবস্থাপনা দূর করতে জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ

জকিগঞ্জ বাজারের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূরীকরণ এবং ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে অবশেষে জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনের উদ্যোগ নিয়েছে জকিগঞ্জ পৌরসভা কার্যালয়। এই লক্ষ্যে পৌর প্রশাসন বিগত কয়েকদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার অংশ হিসেবে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নের আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) বেলা ৩ টায় পৌরসভা কার্যালয়ে জকিগঞ্জ পৌরসভার ব্যবসায়ীদের নিয়ে বাজার ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সহকারী কমিশনার (ভূমি) ও জকিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রনয় বিশ্বাস ব্যবসায়ীদের পরামর্শের ভিত্তিতে বাজার পরিচালনার জন্য ১১টি পদে নির্বাচনের আয়োজনের কথা ঘোষণা করেন।

প্রশাসক প্রনয় বিশ্বাস নির্বাচনের একটি সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেন। তিনি জানান:

• ভোটার হওয়ার শেষ সময়: নভেম্বরের ০৩ তারিখের মধ্যে যারা ট্রেড লাইসেন্স নবায়ন করবেন, তারা ভোটার হিসেবে গণ্য হবেন।

• খসড়া ভোটার তালিকা প্রকাশ: নভেম্বরের ০৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং কোনো ভোটারের ব্যাপারে আপত্তি থাকলে তা যাচাই করা হবে। ১৩ নভেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ।

• সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠান: নভেম্বর মাসের শেষের দিকে (সম্ভাব্য ২৯ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হবে।

এছাড়া, নির্দিষ্ট মনোনয়ন ফি পরিশোধ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ করতে হবে বলেও তিনি জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, সাবেক কাউন্সিলর রিপন আহমেদ, সাবেক কাউন্সিলর শামিম আহমদ এবং খলাছড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ।

ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন: লাকি হোটেল এর স্বত্বাধিকারী জামাল আহমদ, মুজাম্মিল স্টোর এর স্বত্বাধিকারী আতিকুর রহমান, জকিগঞ্জ বাজারের পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক বেলাল আহমদ, নিহাল এন্টারপ্রাইজ (হাসপাতাল গেইট) এর স্বত্বাধিকারী নুরুল হুদা, ডিস্ট্রিবিউশন ব্যবসায়ী মিজানুর রহমান ও কামরুল ইসলাম বুলবুল, বীজ ও সার ব্যবসায়ী মুনিম আহমদ, সবজি ব্যবসায়ী আবুল আহমদ, বৈষম্য বিরোধী আন্দোলনের সিলেট জেলা সদস্য জুবের আহমদ, ভুষিমাল ব্যবসায়ী সুমন আহমদ ও আব্দুর রউফ, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম সহ প্রমুখ।

এই নির্বাচনের মাধ্যমে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা একটি সুসংগঠিত কমিটি পাবে বলে আশা করা হচ্ছে, যা বাজারের সার্বিক অব্যবস্থাপনা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।