জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কে জামায়াত আমীরের ফোন

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ

জকিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসীসাংবাদিক আব্দুল খালেক তাপাদার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।এদিকেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান সাংগঠনিক সফরে বর্তমানেযুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে গিয়ে তিনি সাংবাদিক আব্দুল খালেক তাপাদারের স্বাস্থ্যের খোঁজ খবরনেন চিকিৎসা ব্যাপারে বিস্তর পরামর্শ প্রদান করেন। ব্যাপারটি নিয়ে আব্দুল খালেক তাপাদারগতকাল ২৮ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান কে ভাই, বন্ধু ও নেতা হিসেবে উল্লেখ করে তার ফেসবুক একাউন্টে  একটি আবেগঘন স্ট্যাটাস দেন।

তিনি লিখেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ফুলের তোড়া গ্রহণ করছিলেন নিউইয়র্কসংবর্ধনা মঞ্চে গতকাল। জকিগঞ্জ বাসীর পক্ষ থেকে আমার ছেলে ফুল প্রদানকালে পরিচয় পেয়েইতাকে বাসায় পাঠিয়ে দিলেন। আমার সাথে কথা বলতে চাইলেন। প্রোগ্রাম শেষে ঠিকই তিনি ছেলেরফোনে কল দিলেন। ততক্ষণে সে বাসায় পৌঁছে গেছে।

দীর্ঘদিন পরে সেই পরিচিত কন্ঠটি শুনলাম। ওয়াশিংটনের উদ্যেশ্যে রওয়ানা দিতে হয়েছে তাই বাসায়আসতে না পারায় দুঃখ প্রকাশ করলেন।  আমার চিকিৎসার বিস্তারিত খোঁজ নিলেন। পরামর্শ দিলেন।সাহস দিলেন। দেশে গিয়ে এইবারের নির্বাচনী লড়াইয়ে শরিক হতে পারার আশাবাদ ব্যক্ত করলেন।

শফিক ভাই একটুও বদলান নি। গোলার্ধের অপরপ্রান্তে থাকা ক্যান্সার আক্রান্ত চিকিৎসাধীন দ্বীনিভাইটিকে মনে রেখেছেন। বার বার বলছিলেন, একটু আগে জানতে পারলে তিনি হয়তো দেখে যেতেপারতেন।

আমি ভাবছি, ডাঃ শফিকুর রহমানদের দুনিয়াতে আগমন হয় সম্ভবত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়ারজন্য। ১৯৭০ সালের নির্বাচনে কিশোর হাতে মাইক নিয়ে যে দাঁড়িপাল্লার স্লোগান দেয়া শুরুকরেছিলাম, তার পক্ষে বর্তমান জনজোয়ার এমনিতে তৈরী হয়নি।

দোআ করি আল্লাহ তায়ালা তাঁর হায়াতে তাইয়েবা এনায়েত করুন। চিরদুঃখী স্বদেশবাসীর কাঙ্খিতনেতৃত্ব দানের জন্য কবুল করুন। সহযোদ্বাদের  এমন বন্ধু, ভাই নেতা হওয়ার তাওফিক দিন।আমীন।