৫ দফা দাবিতেজকিগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর জকিগঞ্জ পৌর শহরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন এবং পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়জুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মালিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাস্টার হারিছ উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সুলাইমান, সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা বদরুল হক, মানিকপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইজ্জাদ, সুলতানপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, মুজাহিদ কমিটি উপজেলা সহ সভাপতি আব্দুল খালিক, সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি আব্দুস ছামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমন, সহ সভাপতি মিজানুর আহমদ তাপাদার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোন ধরনের টালবাহানা না করে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

সমাবেশ শেষে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি