

ডেইলি জকিগঞ্জ ডেস্ক | ৩১ আগস্ট ২০২৫
জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের মাসুমবাজার এলাকা থেকে নুসরাত জান্নাত জুই (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। সে সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নুসরাত জান্নাত জুইয়ের মামা লিটন আহমদ জানান, “নুসরাত কয়েক বছর আগে মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে আমাদের কাছে বসবাস করছিল। হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা ধারণা করছি, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।”
এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। বর্তমানে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।
পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে, কেউ নুসরাত জান্নাত জুইয়ের সন্ধান পেলে মোবাইল নম্বর 01850925856-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।