জকিগঞ্জে ভোক্তা অধিকার বাস্তবায়নে সিসিএসের মতবিনিময় সভা

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিসিএসের সিলেট জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন। তিনি বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা কেবল আইনগত বিষয় নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বও। এজন্য সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, অসাধু ব্যবসায়ী ও ভোক্তা হয়রানি রোধে জনগণকে সচেতন করা জরুরি। ভোক্তা অধিকার সংরক্ষণে সিসিএসের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে তিনি প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষন এবং জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আবুল হাসান। তারা বলেন, ভেজাল প্রতিরোধ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার রক্ষায় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগাতে হবে।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, ভোক্তা অধিকার আইনে প্রতিটি ক্রেতার রসিদ পাওয়ার অধিকার, পণ্যের গুণগত মান সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার এবং প্রতারণার শিকার হলে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এসব বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সিসিএসের স্থানীয় সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি