

ডেইলি জকিগঞ্জ ডেস্ক :
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে। আজ শনিবার (২৩ আগস্ট) জকিগঞ্জ-কানাইঘাট (সিলেট-৫) আসন এর লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
জকিগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর জানিয়েছেন, ঘোষিত প্রার্থীরা হলেন— ১ নং বারহাল ইউনিয়নে মুস্তাক আহমদ (বর্তমান চেয়ারম্যান), ৪ নং খলাছড়াইউনিয়নে জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ৬ নংসুলতানপুর ইউনিয়নে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেন লস্কর, ৯ নং মানিকপুর ইউনিয়নে প্রার্থীতা করবেন ঐ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুবায়ের আহমদ।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে জকিগঞ্জ উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও চেয়ারম্যান পদেপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। তাকে, জামায়াত কেনো এতো আগে প্রার্থী ঘোষণা করছে? জানতে চাইলে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে বিভিন্ন মামলা ও হয়রানি করে সাধারণ জনগণের নিকট থেকে দূরে রেখেছিলো, জামায়াত চায় তার নির্ধারিত প্রার্থীরা জনতার কল্যাণে আগে থেকে মাঠে ময়দানে কাজ করুক এবং তাদের এলাকার সমস্যাগুলো নিয়ে জনতার সাথে মতবিনিময় করে সমস্যার সঠিক সমাধানের জন্য প্রস্তুতি গ্রহন করুক।