শিগগিরই জকিগঞ্জে আসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম!

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

তানিম আহমদ |  ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম শীঘ্রই আসছেন জকিগঞ্জে। তিনি সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খানের একটি রাজনৈতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারোয়ার হোসাইন বলেন— “জকিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে প্রার্থী আনোয়ার হোসেন খানকে নিয়ে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে যোগ দেবেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি; ১৪ বা ১৮ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

ডাকসু ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর সাদিক কায়েম দেশজুড়ে আলোচনায় উঠে আসেন। তিনি ইসলামী ছাত্রশিবির-এর সক্রিয় নেতৃত্বে ছিলেন এবং সর্বশেষ ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তা এবং সংগঠনের প্রতি দক্ষতা বিবেচনায় জকিগঞ্জে তাঁর আগমনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে প্রাণচাঞ্চল্য বেড়েছে।

সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খানকে সামনে রেখে দলীয় কর্মীরা জকিগঞ্জে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করছেন। বড় পরিসরের এই অনুষ্ঠানে সাধারণ কর্মী থেকে শুরু করে উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রোগ্রামের সুনির্দিষ্ট স্থান, সময় ও আনুষ্ঠানিক কর্মসূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।