জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো পৌর প্রশাসন: দীর্ঘ প্রতীক্ষার অবসান

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ

দীর্ঘদিন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসা জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আয়োজনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে জকিগঞ্জ পৌরসভা। এই ঘোষণা বাজারের ব্যবসায়ী মহলে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটিয়েছে এবং ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

গত বছর সরকার পরিবর্তনের পর থেকেই জকিগঞ্জ বাজারের ব্যবসায়িক, রাজনৈতিক ও সামাজিক মহল থেকে বাজার ব্যবস্থাপনার সুষ্ঠু নির্বাচনের দাবি ওঠে। এই দাবির পরিপ্রেক্ষিতে বাজারের প্রায় ৪ শতাধিক ব্যবসায়ীর স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক পৌর প্রশাসক মাহবুবুর রহমানের কাছে জমা দিয়েছিলেন জকিগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও জকিগঞ্জ পৌরসভার ব্যবসায়ী নুরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেই সময় তিনি নতুন অর্থবছরে নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন।

জকিগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও ভূমি কমিশনার প্রণয় বিশ্বাস ব্যবসায়ীদের সাথে দুই দফা মতবিনিময় শেষে গতকাল (৩০ অক্টোবর ২০২৫) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। এই বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ আয়োজনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়:

ট্রেড লাইসেন্স আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর ২০২৫

• খসড়া ভোটার তালিকা প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫

• চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫

• নির্বাচনের শিডিউল বিক্রয়: ১৬ থেকে ২০ নভেম্বর ২০২৫

• নির্বাচন অনুষ্ঠিত হবে: ২৯ নভেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিডিউল (মনোনয়নপত্র) এর মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, পৌরসভার মেয়র বা প্রশাসক পদাধিকার বলে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের জন্য শিডিউল ক্রয়মূল্য ১২ হাজার টাকা, সহসভাপতি ও সহ সাধারণ সম্পাদক ৭ হাজার টাকা, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ১০ হাজার টাকা, কার্যনির্বাহী সদস্য (৫ জন) ৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবল ট্রেড লাইসেন্স থাকলেই হবে না, ভোটার হওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের হোল্ডিং নম্বর থাকা বাধ্যতামূলক এবং অবশ্যই পৌরসভার রেজিস্টার্ড ব্যবসায়ী হতে হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন অনুষ্ঠানের এই ঘোষণায় জকিগঞ্জের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বাজারের সামগ্রিক ব্যবস্থাপনায় গতি ফিরবে এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে বলে তারা আশা করছেন।